শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার সীমান্ত দিয়ে ৮ অবৈধ অনুপ্রবেশকারী আটক

স্বপন দেব, মৌলভীবাজার: জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকা থেকে বিজিবির বিশেষ টহল টিম মঙ্গলবার (৬ জুন) রাতে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায় ৮ জনকে আটক করেছে।

বুধবার (৭ জুন) সকালে আটককৃতদের কুলাউড়া থানায় সোপর্দ করলে পুলিশ তাদের মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

মুরইছড়া বিওপির নায়েব সুবেদারের মো. দেলোয়ার হোসেন জানান, ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবি’র টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মো. মামুন (২০), মো. খোরশেদ (৩৫), মো. আনারুল (৫২), আলম মন্ডল (৫৮), মো. জনি (৩০), মো. আমদাদ (৩৭), পালো মালিথা (৪৫),  মনির মুন্সি (৪৮)। আটককৃতদের বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট জেলায়।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন কুমার দেবনাথ জানান, গ্রেপ্তাকৃতদের  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এছাড়াও পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কামরুল ইসলাম, শামীম মিয়া, সুমন আহমদ, জেবুল মিয়া, মো. ময়নুল ইসলাম ও সুমন আহমদ। তাদের বাড়ি কুলাউড়া থানার বিভিন্ন এলাকায়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়