এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকায় অবস্থিত অবৈধ ওয়াশিং কারখানায় তিতাস গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করার দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জুন) দুপুরে মহানগরীর টেকনগপাড়া ১৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও তিতাস গ্যাস গাজীপুর বিপণন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এ সময় ইউনিটি স্টাইল ওয়াশিং কারখানা ও নূর ওয়াশিং কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার।
ইউনিটি স্টাইল ওয়াশিং কারখানাকে ১ লাখ টাকা ও নূর ওয়াশিং কারখানাকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর বিপণন বিভাগের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আজাদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আজাদ বলেন, বিভিন্ন কারখানা ও বাসা বাড়িতে অবৈধভাবে দেয়া গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/জেএ