শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত ৪ রোহিঙ্গা

আমান উল্লাহ: পাঁচ লাখ টাকা মুক্তিপণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার যুবককে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় মুক্তিপণ দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়।

অপহৃত রোহিঙ্গা হলেন, হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প-২৫ ব্লক ডি/২২/-এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস, একই ক্যাম্পের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম।

সোমবার রাতে ৮টায় টেকনাফ আলীখালি ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা দিয়ে তারা ফেরত আসেন। এর আগে শনিবার রাতে মুক্তিপণ না দেওয়ায় জাহাঙ্গীর নামের এক রোহিঙ্গা যুবকের বাম হাতের কব্জি কর্তন করে পাহাড়ের ঢালে ফেলে যায় সন্ত্রাসীরা।

শুক্রবার রাতে টেকনাফের ২৫ নম্বর আলীখালি ক্যাম্প ডি/২০ ব্লকের রহিম উল্লাহ দোকানের সামনে থেকে পাঁচ রোহিঙ্গাকে নিয়ে যায় সশস্ত্র দুর্বৃত্তরা।

ক্যাম্প মাঝি নুরুল আমিন জানান, গত শুক্রবার রাতে টেকনাফের ২৫ নম্বর আলীখালি ক্যাম্প ডি/২০ ব্লকের রহিম উল্লাহ দোকানের সামনে থেকে পাঁচজন রোহিঙ্গা যুবককে অপহরণ করে ১২ থেকে ১৪ জনের একটি সন্ত্রাসীদল।

এরপর জনপ্রতি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। টাকা দিতে পারবে না বলার পর জাহাঙ্গীর নামে একজনের বাম হাতের কব্জি কেটে ফেরত পাঠিয়ে ভয় দেখায়। সোমবার রাতে বাকি চারজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানা নেই। হয়তো অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

প্রতিনিধি/এসএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়