শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯-এ ফোন পেয়ে লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া দুই বন্ধুকে উদ্ধার

স্বপন দেব, মৌলভীবাজার: জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিলেন দুই বন্ধু। পরে ৯৯৯-এ ফোন পেয়ে রাত ৯টার দিকে তাদের উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ।

উদ্ধারকৃতরা হলেন- ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান (২৬)। 

ইয়ালিদুজ্জামান বলেন, সোমবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে যাই। বনের ভেতরে যাওয়ার পর বের হওয়ার রাস্তা হারিয়ে ফেলি। লাউয়াছড়া বনের ভেতরে মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল না। অনেক কষ্ট করে বাড়িতে ফোন করি। পরে বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯-এ কল করার পর শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ আমাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। রাত সাড়ে ৮টার দিকে বনের ভেতরে পুলিশ ও স্থানীয় লোকজনকে আমরা পাই।

শাহবাজ বিন আজমাত বলেন, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায় তখন অনেক ভয় পেয়ে যাই, কখন আবার বন্যপ্রাণী আক্রমণ করে বসে। পরে অন্ধকার হয়ে গেলে আমাদের ভয় আরও বেড়ে যায়। 

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে বিকেলে ৯৯৯-এ ফোন আসে লাউয়াছড়া বনের ভেতর দুই পর্যটক পথ হারিয়ে ফেলেছেন। পরে আমরা তাদের রাত ৯টার দিকে উদ্ধার করি।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, পথ হারিয়ে ফেলা দুজন ট্যুরিস্টকে রাতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়