শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯-এ ফোন পেয়ে লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া দুই বন্ধুকে উদ্ধার

স্বপন দেব, মৌলভীবাজার: জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিলেন দুই বন্ধু। পরে ৯৯৯-এ ফোন পেয়ে রাত ৯টার দিকে তাদের উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ।

উদ্ধারকৃতরা হলেন- ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান (২৬)। 

ইয়ালিদুজ্জামান বলেন, সোমবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে যাই। বনের ভেতরে যাওয়ার পর বের হওয়ার রাস্তা হারিয়ে ফেলি। লাউয়াছড়া বনের ভেতরে মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল না। অনেক কষ্ট করে বাড়িতে ফোন করি। পরে বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯-এ কল করার পর শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ আমাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। রাত সাড়ে ৮টার দিকে বনের ভেতরে পুলিশ ও স্থানীয় লোকজনকে আমরা পাই।

শাহবাজ বিন আজমাত বলেন, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায় তখন অনেক ভয় পেয়ে যাই, কখন আবার বন্যপ্রাণী আক্রমণ করে বসে। পরে অন্ধকার হয়ে গেলে আমাদের ভয় আরও বেড়ে যায়। 

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে বিকেলে ৯৯৯-এ ফোন আসে লাউয়াছড়া বনের ভেতর দুই পর্যটক পথ হারিয়ে ফেলেছেন। পরে আমরা তাদের রাত ৯টার দিকে উদ্ধার করি।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, পথ হারিয়ে ফেলা দুজন ট্যুরিস্টকে রাতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়