শিরোনাম
◈ ইসরায়েলে মিসাইল হানা ই‌য়ে‌মে‌নের হু‌তিদের, যুদ্ধবিরতির পরও ছায়াযুদ্ধ চালাচ্ছে ইরান? ◈ উচ্চআদাল‌তের রায়:  ক্রিকেটার শামিকে খোরপোশ বাবদ প্রতি মা‌সে ৪ লাখ টাকা ক‌রে দিতে হবে প্রাক্তন স্ত্রী হাসিনকে ◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ “ভুয়া তথ্য আমাদের বড় চ্যালেঞ্জ, জাতিসংঘের সক্রিয় ভূমিকা দরকার”—প্রধান উপদেষ্টা ইউনূস ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৮:৩২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ম্যাটস্ এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি

এস.এম আকাশ, ফরিদপুর: অধ্যক্ষের অনৈতিক ভাবে ছাত্রত্ব বাতিলের হুমকির প্রতিবাদ এবং ৬ দফা দাবিতে ফরিদপুর ম্যাটস্ এর অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ২য় বর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন এর সভাপতিত্বে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর ম্যাটস্ এর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ম্যাটস্ এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম মাহমুদ,শরীফ হাসান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী একরামুল হক,মোহনা জান্নাত,

প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দ জামী,রাকিদুল হাসান সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষ কর্তৃক অনৈতিক ভাবে ছাত্রত্ব বাতিলের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের ০৬ দফা দাবির মধ্যে রয়েছে ক. প্রতিষ্ঠানে অধ্যক্ষের নিয়মিত উপস্থিতি নিশ্চিৎ করা এবং অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পূর্ণ দায়িত্ব ও ক্ষমতা বুঝিয়ে দেয়া। খ. হোস্টেল সুপার ও প্রশাসনিক কর্মকর্তাদের স্ব-স্ব দায়িত্ব ও পূর্ণ ক্ষমতা বুঝিয়ে দেয়া। গ. শ্রেণীকক্ষ পাঠদানের উপযোগী করা এবং বিষয় ভিত্তিক টিউটর নিয়োগের ব্যবস্থা করা।

ঘ.ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের যথাযথ বসবাসের উপযোগী করা এবং বহিরাগতদের প্রবেশ নিষেধ করে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিৎ করা। ঙ. জরুরি ভিত্তিতে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাবুর্চিদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব সম্পর্কে অবগত করা এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা।

চ. বর্তমান ইস্যুকে কেন্দ্র করে ম্যাটস্ ফরিদপুরের শিক্ষার্থীরা যেকোনও ধরনের সমস্যা ও হুমকির সম্মুখীন হলে এর সম্পূর্ণ দায়ভার ম্যাটস্ ফরিদপুরের অধ্যক্ষ ডাঃ মেজবাউল হক -কে নিতে হবে। একই সাথে নিরাপত্তা নিশ্চিৎ করণে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।

তাদের দাবি আদায় না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়