এস, এম আকাশ, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় অনুমোদনহীন (পশু খাদ্য) মেয়াদউত্তীর্ণ ওষুধ, স্যাম্পল বিক্রয় এবং ওষুধ বিক্রয়ের ছাড়পত্রবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৫ ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জুন) দুপুরে নগরকান্দা বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক।
এ সময় ওষুধ বিক্রয়ের ছাড়পত্র না থাকায়, মো. কাঞ্চনকে ৫ হাজার, কামরুজ্জামানকে ৬ হাজার, , গৌতম কুমারকে ৩ হাজার, খলিল মোল্লাকে ৩ হাজার ও মিলন হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসাবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রতিনিধি/জেএ