রতন কুমার রায়, ডোমার (নীলফামারী): নীলফামারী ডোমারের ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাজ্ঞী সাহিদা বেগম রুপাকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ। রুপা ডোমার পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত সাহিদা বেগম রুপা জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে, রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে রুপাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএ