মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনে রোববার (৪ জুন) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু কায়সার খাঁনের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে প্রথমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম-সচিব ও রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা।
মতবিনিময় শেষ করে সাড়ে ১১টায় প্রথমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, জেলা কারাগার, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস, দুপুরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব দিলসাদ বেগম বলেন, আমি রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে থাকার সুবাদে জেলার সব উপজেলাতেই ঘুরেছি, আজকে আবার সরকারি কাজে রাজবাড়ীর ৪টি দপ্তরে পরিদর্শনে আসছি।
আমি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমস্যাগুলো শুনেছি। এই সমস্যাগুলো আমি মন্ত্রনালয়ে উর্দ্ধতন কতৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।
রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক প্রবীর বড়ুয়া জানান, বর্তমানে ই-পাসপোর্টের জন্য ২৪ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা রাখতে হবে। কারন বাংলাদেশের বহু নাগরিক কর্মস্থানের জন্য প্রবাসে রয়েছেন। অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে বিদেশ থেকে অনলাইনে আবেদন করেন। আমাদের অফিসের সার্ভারে আসলে সেটাকে অনুমোদন হিসাবে ক্লিক করে পাঠাতে হয়। সময় মতো বিদ্যুৎ না থাকার কারনে সার্ভার বন্ধ থাকে। অফিসে জেনারেটর ব্যবস্থা থাকলেও ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকে।
ই-পাসপোর্টের আবেদন চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৫ হাজার ৮শ ৫১ ই-পাসপোর্টের আবেদন পত্র জমা গ্রহন করা হয়েছে। প্রস্তুতকৃত ই-পাসপোর্টের সংখ্যা ৪৩ হাজার ৩শ ৫৬টি, আবেদন পেন্ডিং আছে ২ হাজার ৪শ ৯৫টি। ই-পাসপোর্ট বিতরণ করা হয়েছে ৪২ হাজার ১শ ৬৪টি। ই-পাসপোর্ট বিতরণের অপেক্ষা আছে ১ হাজার ১শ ৯২টি।
রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব দিলসাদ বেগমকে রাজবাড়ী পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক প্রবীর বড়ুয়া ক্রেস ও প্রাকৃতিক দৃশ্যের মনোমুগ্ধকর ছবি উপহার প্রদান করেন।
উল্লেখ্য, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব দিলসাদ বেগম গত ২০১৯ সালের ২৪ জুন থেকে ২০২২ সালের ১৩ জানুয়ারী পর্যন্ত রাজবাড়ীতে ২২তম জেলা প্রশাসক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পরিদর্শন শেষ করে তিনি বিকেলে রাজবাড়ী সার্কিট হাউজ থেকে সড়ক পথে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করেন। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে