শিরোনাম
◈ বাংলা বললেই বাংলাদেশি? দিল্লি থেকে বীরভূমের শ্রমজীবী দম্পতি ও শিশুকে জোর করে ফেরত পাঠানোয় উত্তাল বিতর্ক ◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৭:০০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৩, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যেককে ৩০হাজার টাকা জরিমানা 

রামগড়ে এক পরিবারের সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড

এমদাদ খান, রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির জেলার রামগড়ে নুরুল হক ওরফে হকি কোম্পানি হত্যায় বাবা-ছেলেসহ এক পরিবারের সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২৯শে মে সোমবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

রায়ের সময় মো. রাসেল নামে একজন পলাতক থাকলেও মামলার প্রধান আসামি লালছড়ির মিজানুর রহমানসহ তার ছয় ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে পিপি বিধান কানুনগো বলেন, দণ্ডিতদের সঙ্গে নুরুল হক ওরফে হকি কোম্পানির জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় মিজানুর ও তার ছয় ছেলে।

এরপর স্থানীয়রা নুরুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেয়। 

আইনজীবী বলেন, এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেয়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়