মোহাম্মদ হোসেন, হাটহাজারী: চট্টগ্রামের হালদার নদী থেকে প্রায় আড়াই হাজার মিটার (৫টি মশারি জাল) জব্দ করেন নৌ পুলিশ। শুক্রবার (২৬ মে) হালদা নদীর কচুখাইন ও হালদা নদীর মোহনা এলাকায় নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন পিপিএম (বার) দিক নির্দেশনায় হাটহাজারী উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সির হাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশ ইনচার্জ এস আই (নিঃ) মো. মাহফুজুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক হাজার চরঘেরা জাল, ৫টি মশারীর ঠেলা জাল জব্দ করা হয। হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএ