শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১১:১৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণের বোঝা সইতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা 

নলছিটি থানা

বাবুল মিয়া, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার ঋণের বোঝা সইতে না পেরে  মো. ইউসুফ আলী মৃধা (৪৫) নামরে এক জন ভ্যানচালকের আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ উপজেলার পৌর এলাকার সারদল গ্রামের হাকিম মৃধার ছেলে। 

জানা গেছে, ইউসুফ আলী মৃধা বৃহস্পতিবার (২৫ মে) রাতে বাড়িতে না ফেরায় শুক্রবার (২৬ মে) সকালে তার পরিবারের লোকজন খুঁজতে বের হলে তার নিজ বসতঘরের পাশের কৃষি জমিতে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। এ সময় তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের ধারণা তিনি বিষাক্ত কিছু পান করেছেন

নিহতের ভাই ইউনুস মৃধা বলেন, আমার ভাই বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন লখাধিক টাকা ঋণ নিয়ে নিজের বসতঘর তৈরি করার কাজে খরচ করেন। এছাড়া আরো কিছু জায়গা থেকে বেশ কিছু টাকা ঋণ নেন। এসব নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। এছাড়া বৃহস্পতিবার বিকালে বেশ কয়েকজন এনজিও কর্মী বাড়িতে কিস্তির জন্য তার খোঁজ করেন।

নলছিটি থানার ওসি জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়