শিরোনাম
◈ যাত্রাবাড়ীতে মুরগি বহনকারী গাড়ির ধাক্কায় যুবক নিহত ◈ ২০ লাখ টাকা চাঁদা দাবি, দুদক কর্মকর্তা গ্রেপ্তার ◈ রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ তালিকায় বাংলাদেশ ◈ ভিসানীতিতে সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫  ◈ যারা নির্বাচনকে বাধা ও প্রশ্নবিদ্ধ করবে ভিসানীতিতে ক্ষতিটা তাদেরই: ওবায়দুল কাদের  ◈ ভিসানীতি সরকারের ১৫ বছরের অপকর্মের ফসল: মির্জা ফখরুল  ◈ বিএনপি আসলেই নির্বাচন চায় কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন লাগবে: আইনমন্ত্রী ◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১১:১৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণের বোঝা সইতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা 

নলছিটি থানা

বাবুল মিয়া, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার ঋণের বোঝা সইতে না পেরে  মো. ইউসুফ আলী মৃধা (৪৫) নামরে এক জন ভ্যানচালকের আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ উপজেলার পৌর এলাকার সারদল গ্রামের হাকিম মৃধার ছেলে। 

জানা গেছে, ইউসুফ আলী মৃধা বৃহস্পতিবার (২৫ মে) রাতে বাড়িতে না ফেরায় শুক্রবার (২৬ মে) সকালে তার পরিবারের লোকজন খুঁজতে বের হলে তার নিজ বসতঘরের পাশের কৃষি জমিতে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। এ সময় তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের ধারণা তিনি বিষাক্ত কিছু পান করেছেন

নিহতের ভাই ইউনুস মৃধা বলেন, আমার ভাই বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন লখাধিক টাকা ঋণ নিয়ে নিজের বসতঘর তৈরি করার কাজে খরচ করেন। এছাড়া আরো কিছু জায়গা থেকে বেশ কিছু টাকা ঋণ নেন। এসব নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। এছাড়া বৃহস্পতিবার বিকালে বেশ কয়েকজন এনজিও কর্মী বাড়িতে কিস্তির জন্য তার খোঁজ করেন।

নলছিটি থানার ওসি জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়