শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্রনাথ ও নজরুলের চাওয়াকে বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু : নৌপরিবহন প্রতিমন্ত্রী 

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী 

আব্দুল্লাহ আল আমীন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জরিপে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী  হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্বাচন করা হলো তখন নজরুল ও রবীন্দ্রনাথকে যারা ভালোবাসতেন তারা অনেক আলোচনা সমালোচনা করেছিলেন।

অনেকে বলেছেন, রবীন্দ্রনাথকে নির্বাচিত করা উচিত ছিল। আবার অনেকের মতে, বাঙালি জাতিকে জাগ্রত করে তুলেছেন নজরুল। তাই তিনিই সর্বশ্রেষ্ঠ বাঙালি হওয়া উচিত। কিন্তু সত্য কথা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম যা চেয়েছেন সেগুলো বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১২৪ তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুইদিনব্যাপী আয়োজনের শেষ দিনের আলোচনা সভা আয়োজিত হয়।

বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘রবীন্দ্রনাথ বলেছেন- সাত কোটি বাঙ্গালিরে হে মুগ্ধ জননী/রেখেছ বাঙালি করে মানুষ করনি। একই কথা কিন্তু শোনা গেছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণে। কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুলের মনের যে সুপ্ত আকাঙ্ক্ষা, সেটিকে অনুভব করে সেই বক্তব্যের প্রতিফলন ঘটিয়েছেন বঙ্গবন্ধু।’

ছাত্রলীগের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আজকে এই আয়োজনে ছাত্রলীগের কর্মীরা স্লোগান দিলেন। আমরা চাই- স্লোগাননির্ভর নয়, কর্মনির্ভর বাংলাদেশ গড়তে। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে কর্মের মাধ্যমে। স্লোগান দিয়ে দেশ এগোয় না। এগোয় কর্মে।

আলোচনা সভায়  সভাপতিত্ব করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়