জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে লামচরী আজিজিয়া মাদ্রাসা মাঠে শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া এ আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিপু মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
একে