শিরোনাম
◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন ঈদ ও রমজানে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ

মতবিনিময় সভা

হারুন-অর-রশীদ, ফরিদপুর: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম-সেবা) বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদের আগের সময়গুলোতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়। তাই অপরাধ কমাতে সকল হাট-বাজার ও দোকানগুলোতে সিসি ক্যামেরার ব্যবহারের তাগিদ দেন তিনি।

তিনি আরো বলেন, বাজারের পণ্যের দাম সহনীয় রাখতে আপনাদের মতো ব্যবসায়ী নেতৃবৃন্দের এগিয়ে আসতে হবে। গুজব ছড়িয়ে দাম বাড়ানোর মতো অসৎ কাজও আপনাদের প্রতিহত করতে হবে। তবেই পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়