এস.এম আকাশ, ফরিদপুর: স্বাধীনতার ঘোষক একজন পাঠক হতে পারে একাধিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্রে বার বার প্রচার হতে থাকে। সেদিন আমজাদ ভাই, মোশাররফ ভাই, প্রচার করে বাংলার মানুষকে জানিয়েছিলেন। কিন্তু দূর্ভাগ্য হলেও সত্য সেই কালুর ঘাটে পরে খুনি জিয়াউর রহমান পাঠিত বক্তব্যকে মিথ্যাচার করে। বিএনপি তাকে ঘোষক বানিয়েছে। স্বাধীনতার ঘোষক একমাত্র বঙ্গবন্ধুুই। পাঠক একাধিক ছিল।
শনিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় বীর মুক্তিযুদ্ধা ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি ডা. জালাল মহিউদ্দিন এসব কথা বলেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি এবং সাবেক এমপি মুক্তিযুদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু বিপুল ঘোষ, মেডিকেল কলেজের পরিচালক এনামুল হক , বিএমএর সাবেক সভাপতি এম.এ. জলিল, কলেজের ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা, সাধারন সম্পাদক ইমরুল হাসান জীম।
২৫ মার্চ কালোরাতে নিরহ ও নিরস্ত্র মানুষ কে হত্যা এবং একাত্তরের গণহত্যা নিয়ে বড় পর্দায় প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/জেএ