শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৮:০২ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো ফলাফলের অন্যতম মাধ্যম সুন্দর লেখা ও উপস্থাপনা

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

জাহাঙ্গীর হোসেন:  লক্ষ্মীপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) সদর উপজেলার দাশের হাট হামিদিয়া আলিম মাদ্রাসা ২০২৩ সনের পরীক্ষার্থীদের বিদায়ে এ আয়োজন করে। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করে প্রতিষ্ঠানটি।

সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গোলজার মোহাম্মদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রভাষক মওদুদ এলাহী, গন্তব্যপুর আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক।  

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুরাদ হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর জেলা সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী জামাল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন লিটন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুকসহ আরো অনেকে।

বক্তারা বলেন, পরীক্ষার হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আত্ববিশ^াস। তোমরা নিজেদের আত্ববিশ^াস ঠিক রাখবে। ধৈর্য সহকারে প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। যেই প্রশ্ন ভালো পারো সেটি সবার আগে লিখতে হবে। যা কম পারো সেটিও লিখবে, তবে প্রশ্নের সঙ্গে মিল রেখে।

আর মনে রাখবা, সুন্দর ও স্পষ্ট হাতের লেখা পরীক্ষার্থীর সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করে, যার প্রভাব সম্পূর্ণ উত্তরপত্রের ওপর পড়ে। কাটা-ছেঁড়া কম করার চেষ্টা করবে। খাতায় প্রশ্নের উত্তর প্যারা করে লিখবে। কারণ, তোমার উপস্থাপিত তথ্য যেন সুস্পষ্টভাবে শিক্ষকের দৃষ্টিগোচর হয়। যা অধিক নম্বর পেতে সহায়ক হবে।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো পরীক্ষা দিবে। নিজেদের মেধাকে কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জন করবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তোমাদের সফলতায় মাদ্রাসার সুনাম আরো বৃদ্ধি পাবে।

প্রতিনিধি/জেএ
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়