শিরোনাম
◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু ছিলেন একজন স্মার্ট মানুষ: মাকসুদ কামাল

মাকসুদ কামাল

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড.এ.এস.এম মাকসুদ কামাল বলেছেন, ছাত্র সমাজ, রাষ্ট্র, পারিপার্শ্বিকতাকে পরিস্কারভাবে অনুধাবন করতে পারে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বুঝতে পেরেছেন বিধায় তিনি আমাদের মাঝে একজন স্মার্ট মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারলে আজকের শিক্ষার্থীরাও হবে এক-একজন স্মার্ট মানুষ। 

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সত্তা ও আদর্শের শিক্ষা দিতে হবে। তাদের জানাতে হবে বঙ্গবন্ধুর মানসিকতা কী ছিল, তাঁর দেশপ্রেম কেমন ছিল, তার অসাম্প্রদায়িকতা কেমন ছিল। বঙ্গবন্ধুকে ধারণ করে আমাদের অস্তিত্বের শেকড়ে ফিরে যেতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে। বঙ্গবন্ধু একটি দেশ সৃষ্টি করেছে, শিক্ষার্থীদেরও এরকম একটি বড় কিছু করার চেষ্টা করার আহবান জানান তিনি।

ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের সদস্য সচিব মোশারফ হোসেন পাটোয়ারী। এ সময় লক্ষ্মীপুর শ্যামলী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ১০১ জন প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়