শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের পৈলানপট্রী গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বুধবার সকালে ঘটনা স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক। এ সময় থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির উপস্থিত ছিলেন। 

পৈলানপট্রী গ্রামের অর্জুন সরকার বলেন, গত অগ্রাহয়ন মাসের ৯ তারিখে আমরা এ দেবীর পুজা করেছি। আগামী বছর আবার পুজা করার জন্য প্রতিমাকে রেখে দিয়েছি। রাতের আধারে কে বা কারা ভেঙ্গেছে নাকি কোন জীবজন্তু দ্বারা ভেঙ্গেছে তা আমার জানা নেই। তাই এ ব্যাপারে কারোর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

অর্জুনের মা গীতা রানী সরকার বলেন, আমাদের বাড়ীর পাশেই নাম কীর্তন অনুষ্ঠান চলছে। আমরা অনুষ্ঠান থেকে গভীর রাতে ফিরেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রক্ষাচন্দ্রাটি উপুড় হয়ে মাটিতে পড়ে আছে। 

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন, অল্প বয়সী কোন ছেলেমেয়ের দ্বারা এমন ঘটনা ঘটতে পারে।

থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, যেহেতু মন্দির ঘরটি অরক্ষিত তাই মনে হচ্ছে কোনো জীবজন্তু দ্বারা এমন হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে তদন্ত করছি। কোন দুষ্কৃতিকারী এর সঙ্গে জড়িত থাকলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়