শিরোনাম
◈ সোহাগ হত্যায় ব্যাপক সমালোচনা, চাপে বিএনপি ◈ নিরাপত্তা দাবিতে মিটফোর্ড মেডিক্যালে ছাত্র ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা ◈ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি ◈ ছোট উদ্যোক্তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক! ◈ কুমিল্লা নগরীর ছোটরায় আ.লীগ নেতা হামিদকে মারধর করে পুলিশ দিলেন স্থানীয়রা ◈ কুমিল্লার যে সড়কে বার মাস জলাবদ্ধতা থাকে ◈ চট্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাউবো'র উচ্ছেদ অভিযান ◈ নোয়াখালীর কিডনি ডায়ালাইসিস ইউনিটে সাগর চুরির অভিযোগ, ইউনিট বন্ধ ঘোষণায় জনমনে উদ্বেগ ◈ গাজায় পানি সংগ্রহকারীদেরও গুলি করে হত্যা ◈ ড্রাইডক দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বন্দরে দৈনিক গড় কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

এম.আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচী প্রকাশ করে তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত উপজেলার ১৬১ কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহন করার কথা রয়েছে।  

সোমবার (২৩ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রায়পুরা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গণ-বিজ্ঞাপ্তিতে জানানো হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচী প্রকাশ করে। রিটার্নিং অফিসার/সহাকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ হবে ভোটগ্রহন। 

প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক এর মৃত্যু হয়। তার মৃত্যুও পর ওই পদটি শূন্য হয়ে যায়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন। 

রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার আজারুল ইসলাম সাংবাদিকদের জানান, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রায়পুরা উপজেলায় ১৬১ টি কেন্দ্র রয়েছে। সবগুলোতেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে বলে জানান তিনি। 

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়