শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে অবৈধ ৫ ইটভাটা উচ্ছেদ, লাখ টাকা জরিমানা 

গাজীপুরে অবৈধ ৫ ইটভাটা উচ্ছেদ

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুর কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। এসময়  ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।  

জরিমানা করা ইটভাটাগুলো হলো, মধ্যে লতিফপুর এলাকার  মেসার্স কুমিৎপুর ব্রিকসকে (কেবিএম) ৫ লাখ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকসকে (কেএমবি)  ১ লাখ টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স কিরণ ব্রিকসকে ৬ লাখ টাকা।  পরে এস্কেভেটর মেশিন দিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়। 

গাজীপুর পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মো. নয়ন মিয়া বলেন, আজ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধরা ভঙ্গ করায় সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, জেলা পুলিশের সদস্য বৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়