হোসাইন মোহাম্মদ : দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন এর সাবেক আওয়ামী লীগের সভাপতি একটি মামলায় ঢাকা জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ গ্রেফতার হয়েছেন বলে স্থানীয় এক আ.লীগ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা জেলা পুলিশ-এর গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করেছেন।
তার সঙ্গে স্থানীয় জামাল ও জুয়েল নামের আরও দুজন একই মামলায় গ্রেফতার হয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
তিনি গেল বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রতিনিধি/জেএ