শিরোনাম
◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান ◈ প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তিন অভিযোগে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল ◈ অন্তর্বর্তী সরকা‌রের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার 

গ্রেপ্তার ছয় ডাকাত

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর) : গাজীপুর কালিয়াকৈরে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগে আগ্নেয়াস্ত্র, মোবাইল সেট, নগদ টাকা সহ  ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর  রোববার ভোরে  ঢাকা টাঙ্গাইল মহাসড়কের  চন্দ্রা এলাকায়  মনজুরুল হকের কাছে থাকা নগদ টাকা মোবাইল ফোনসহ মালামাল ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই দিন দুপুরে মঞ্জুরুল হক বাদী হয়ে কালিয়াকৈর  থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে সেলিম নামে একজনকে আটক করে। ওই আসামির তথ্যমতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াছিন, উজ্জ্বল,নবা সাইদুর, আলিম,শাহীন কে  গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতদের নামে ছিনতাই ধর্ষণ ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি সিগন্যাল লাইট, একটি টসলাইট, একটি দা,একটি আগ্নেয় অস্ত্র শুটার  পাইপগান, একটি করাত,১৯টি মোবাইলফোন, ১১০০ টাকা, দুটি ধারালো ছোরা, একটি ধারালো চাকু, একটি কাথা,৯০গ্রাম হিরোইন জব্দ করা হয়। সোমবার দুপুরে ওই আসামিদের মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে ।

সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আকবর আলী খান গণমাধ্যমর্কমীদের এই তথ্য জানান।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়