শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১১:৪০ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতু সেজেছে আর্জেন্টিনা পতাকার আদলে

আর্জেন্টিনা পতাকার আদলে সেতু

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একটি সেতুর রঙ করা হয়েছে আকাশি-সাদা। কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। তাই ব্রিজটিকে নিয়ে ওই এলাকায় মেতে উঠেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর-চরকৃষ্ণনগর সংযোগ সেতুটি সেজেছে আর্জেন্টিনার পতাকার আদলে। স্থানীয় যুবসমাজ ও আর্জেন্টিনা দলের সমর্থকরা সেতুটি আকাশি-সাদা রংয়ে সাজিয়ে বিভিন্ন রংয়ের বাতিতে আলোকসজ্জা সজ্জিত করেছে।

এ ব্যাপারে চর কৃষ্ণনগরের বাসিন্দা ও হাট গোবিন্দপুর যুব সমাজের সদস্য সোহেল ইবনে সরোয়ার বলেন, ব্রিজটির রংকরণ ও আলোকসজ্জার ডিজাইনার হিসেবে আমি বেশ আনন্দিত। আমাদের যুবসমাজের উদ্যোগে সকল সদস্য ব্যাক্তিগতভাবে চাঁদা তুলে এমন আয়োজন করেছি। এ ছাড়াও খেলা চলাকালীন সময়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থক ও হাট গোবিন্দপুর যুব সমাজের সাধারণ সম্পাদক শেখ রাসেল বলেন, আমরা হাট গোবিন্দপুর যুব সমাজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। আমাদের অধিকাংশ সদস্য আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আমরা সেতুটি আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছি। রঙ্গিন বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। সবমিলিয়ে এতে খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। ৩ জন লোক কাজ করেছেন ৩/৪ দিন ধরে। এটা আমাদের একটা আবেগ। আমাদের আনন্দ ও ভালোবাসা ভালোলাগা। বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা উত্তাপ ছড়িয়ে দিতেই আমাদের এমন আয়োজন। 

এ বিষয়ে কৃষনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বলেন, আমার ইউনিয়নের হাটগোবিন্দপুর-চরকৃষ্ণনগর সংযোগ সেতুটি আকাশি-সাদা রংয়ে আর্জেন্টিনা পতাকার আদলে সাজিয়েছে স্থানীয় যুবসমাজ ও আর্জেন্টিনা দলের সমর্থক ও সদস্যরা। তবে আমি শুনেছি। সরাসরি দেখা হয়নি।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়