এ এইচ সবুজ, গাজীপুর : ‘বৈষম্য হ্রাসের অঙ্গিকার কর, সবার জন্য টেকসই নগর গড়’ এই প্রতিপ্রাদ্যে নানা আয়োজনে গাজীপুরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা: নাসরিন পারভীন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইজাজ আহমেদ খান,খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
এদিকে জেলা প্রশাসক আনিসুর রহমান ও গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা পায়রা উড়িয়ে দিবসটির কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-গাজীপুর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আরেফিন নূর।