শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ভাইয়ের খুনের দায়ে অপর ভাই আটক

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া :  সদরের বিত্তিপাড়া এলাকায় গতকাল গজনবীপুর গ্রামের মাঠ থেকে গলায় ফাঁস, হাত ও পা বাধা মফিজ (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার দুপুরের দিকে কুষ্টিয়া জেলা পুলিশের সম্মেলন কক্ষে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মফিজ ও অভিযুক্ত আব্দুল আজিজ সম্পর্কে পরস্পর ভাই। নিহত মফিজ মন্ডলের সাথে ভাই ও ভাতিজার সাথে অনেকদিন ধরে জমিজমা সংক্রান্ত জের ও দ্বন্দ ছিল।

নিহত মফিজ এর বাড়ীর জমি তার ভাইদের নিকট বিক্রয় করে কিন্তু বাড়ীর জমি দখল না দেওয়ায় ভাতিজা মফিজ কে হত্যা করে বাড়ীর জমি দখল নেওয়ার পরিকল্পনা করে। 

গত ২২ তারিখে রাত অনুমান ৯টার সময় গজনবীপুর একটি চায়ের দোকানে চা খেতে গেলে নিহত মফিজকে কৌশলে ডেকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায় তার অন্যান্য  ভাই ও ভাতিজাসহ কয়েকজন ব্যক্তি।

পরে রাত সাড়ে নয়টার দিকে  মফিজের দুই পা, হাত  ও গলায় দড়ি দিয়ে পিচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার ওই দিন বিকেলে ইবি থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আব্দুল আজিজ ওরফে খয়বারকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জড়িয়ে এই হত্যাকান্ডের বিষয় স্বীকার করে।

হত্যা কাজে ব্যবহৃত রশি গ্রেফতারকৃত খয়বার ওরফে আব্দুল আজিজের বাড়িতে ওই রশি'র একটি অংশ পাওয়া যায। এদিকে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়