শিরোনাম
◈ ইসরায়েলে মিসাইল হানা ই‌য়ে‌মে‌নের হু‌তিদের, যুদ্ধবিরতির পরও ছায়াযুদ্ধ চালাচ্ছে ইরান? ◈ উচ্চআদাল‌তের রায়:  ক্রিকেটার শামিকে খোরপোশ বাবদ প্রতি মা‌সে ৪ লাখ টাকা ক‌রে দিতে হবে প্রাক্তন স্ত্রী হাসিনকে ◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ “ভুয়া তথ্য আমাদের বড় চ্যালেঞ্জ, জাতিসংঘের সক্রিয় ভূমিকা দরকার”—প্রধান উপদেষ্টা ইউনূস ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত 

সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সেপ্টেম্বর মাস বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাস হওয়ায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ (জাস্টিস)।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ও শেখ সোহেল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ এবং বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ফজলুল করিম, এড. অলোকেশ রায়, এস এম মহাব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

পরে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়