শিরোনাম
◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৭ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধের জেরে ৫৬ মাল্টা ও পেয়ারা গাছ কর্তনের অভিযোগ 

মাল্টা ও পেয়ারা গাছ কর্তনের অভিযোগ 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা। তার জেরে ৫৬ মাল্টা ও পেয়ারা গাছ কর্তন করে দিল বিবাদী।

জানাগেছে, জমি-জমা নিয়ে বিরোধে ও আদালতে মামলার কারণে মাঠের মাল্টা গাছ ও পেয়ারা গাছ কেটে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে মহেশপুর উপজেলার হামিদপুরের হুদোর মাঠে।

ভুক্তভুগির অভিযোগ সূত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার হামিদপুর মৌজার হুদোর মাঠে ৬ শতক জমি নিয়ে শংকরহুদা গ্রামের মাওলা বক্স এর ছেলে মতিয়ার মন্ডলের সাথে বামনগাছী (বেলেমাঠ) গ্রামের শহিদুল মন্ডলদের দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলে আসছে। 

এলাকাবাসী জানান, পৈত্রিক সূত্রে পাওয়া ঐ জমি বামনগাছী (বেলেমাঠ) গ্রামের শহিদুল মন্ডল প্রায় ৫০ বছর ধরে ভোগ দখল ও জমিতে চাষ করে আসছেন। বর্তমানে ভুক্তভুগি শহিদুল মন্ডল ঐ জমিতে মাল্টা ও পেয়ারা গাছ রোপন করেন। গত রাতে মতিয়ার মন্ডল ধরন্ত ৫৬টি মাল্টা ও পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেয়। গাছ কাটতে বাধা দিলে প্রতিপক্ষরা গাছের মালিককে গালিগালাজ ও মারপিট করতে আসে। এমনকি প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভুগি শহিদুল মন্ডল বাদি হয়ে মতিয়ার মন্ডল, মশিয়ার মন্ডল ও আজিজার মন্ডলকে আসামি করে গতকাল মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শহিদুল মন্ডলের ছেলে লাল্টু জানান, আমার চাচা মতিয়ারদের সঙ্গে জমি নিয়ে একটু ঝামেলা আছে। তারা আমাদের ধরন্ত ৫৬ মাল্টা ও পেয়ারা গাছ কেটে দিয়েছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ জানান, বিষয়টি তদন্তের জন্য এএসআই রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এএসআই রেজা জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়