হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলায় ওমর ফারুক ডাবলু নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডাবলু ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ও সে কোতয়ালী থানা আ.লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুক ডাবলুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অতঃপর আইনগত প্রক্রিয়া শেষ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।'