চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর মাঝামাঝি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চরভদ্রাসন থানা পুলিশ দুর্গম পদ্মা চরে অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ও এসআই রিফাত উদ্দিন।
থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা আরজখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর মাঝামাঝি চরে আবাদি বোরো ধানক্ষেতের অল্প পানিতে একটি গলিত লাশ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
উদ্ধারের পর রোববার সকালে লাশটি ফরিদপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নৌ-পুলিশ লাশটি বুঝে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।