শিরোনাম
◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন ও জনসভা আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত মঙ্গলবারের (২৭ জানুয়ারি) কর্মসূচি বাতিল করে নতুন তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের ১, ২ কিংবা ৩ তারিখে ভাঙ্গায় তারেক রহমানের আগমন ও জনসভা অনুষ্ঠিত হতে পারে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, একই সময়ে ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি থাকায় ভাঙ্গার প্রোগ্রামটি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা প্রস্তুত ছিলাম, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফেব্রুয়ারির ১, ২ অথবা ৩ তারিখে সম্ভাব্য নতুন তারিখ দেওয়া হতে পারে।”

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাঙ্গার প্রোগ্রামটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচির নির্দিষ্ট তারিখ শিগগিরই জানানো হবে। তবে ফেব্রুয়ারির ২ কিংবা ৩ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাঙ্গা ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। প্রস্তুতি সভা, মিছিল-মিটিং ও প্রচারণা কার্যক্রমও শুরু হয়েছিল। কর্মসূচি স্থগিত হলেও দলীয় নেতারা জানিয়েছেন, নতুন তারিখ ঘোষণার পর আরও বড় পরিসরে জনসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

দলীয় সূত্রে আশা করা হচ্ছে, পুনর্নির্ধারিত তারিখে ভাঙ্গার জনসভা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়