আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশী কেন্দ্রে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে, ভারত থেকে ফেরার সময় তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার রঞ্জবহাউলা পাড়ার বাসিন্দা।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে ফেরার পথে আব্দুল সামাদ নামে এক পাসপোর্টধারীকে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি প্রায় ৬০ লাখ টাকার সমান। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।