শিরোনাম
◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি 

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ ও জনগণকে নিয়ে অশালীন মন্তব্য, মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তার ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

মুরাদনগর প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিন কাদের খাঁনের দেশ ও দেশের জনগণকে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে টেবিলের ওপর পা তুলে বসে কয়েকজন ব্যক্তির সঙ্গে আলাপচারিতার সময় তিনি উচ্ছ্বসিত ভঙ্গিতে বলেন—“এদেশের সব মানুষ বাইন**দ।”
এছাড়া তিনি দেশবাসী ও বিভিন্ন দপ্তরে কর্মরতদের নিয়েও অরুচিকর ভাষায় মন্তব্য করেন। 

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, তার চাকরিজীবনে পদোন্নতি আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। মুরাদনগর থানায় যোগদানের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। বক্তব্যের একপর্যায়ে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন।

ভিডিওতে আরও দাবি করা হয়, ঢাকায় এসবিতে কর্মরত থাকার সময় এক অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি যাওয়ার সময় তাকে ধমক দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখনকার মতো হলে এসপি-টেসপি গো***য়া দিয়ে ভরে দিতাম।”

একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এভাবে দেশ, জনগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা ব্যবহারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন ও শৃঙ্খলাবিরোধী আচরণ বলে মন্তব্য করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

এবিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ ওসি মো. হাসান জামিল বলেন, বক্তব্যটি স্লিপ অফ টার্ন হয়েছে। যেহেতু ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। সেহেতু এ বিষয়টি আর না বাড়ানোই ভালো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়