শিরোনাম
◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১২:২১ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫৮৭ জন, আমদানি–রফতানি ৩৪৮ ট্রাক

আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল বন্দর দিয়ে রোববার (১২ জানুয়ারি) ভারত ও বাংলাদেশের মধ্যে ১,৫৮৭ জন পাসপোর্টধারী যাতায়াত করেছেন। একই দিনে দুই দেশের মধ্যে ৩৪৮ ট্রাক পণ্যের আমদানি ও রফতানি হয়েছে। এতে ভ্রমণ খাতে সরকারের প্রায় ১৪ লাখ টাকা এবং বাণিজ্য খাতে প্রায় ১৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় মানি চেঞ্জার ব্যবসায়ীদের তথ্যমতে, সোমবার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে ৭৪.৩০ রুপি পাওয়া গেছে এবং ভারতীয় ১০০ টাকায় বাংলাদেশি ১৩২ টাকা মিলেছে। এদিন প্রতি মার্কিন ডলারের ক্রয়মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১২৬ টাকা।

বন্দর সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি কার্যক্রম শুরু হয়। রোববার আমদানি হয়েছে ৩০৫ ট্রাক পণ্য। এর মধ্যে ছিল শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল, শিশু খাদ্য, মেশিনারি, অক্সিজেন, বিভিন্ন ধরনের ফল, চাল, পেঁয়াজ, মাছসহ নানা পণ্য। অপরদিকে রফতানি হয়েছে ৪৩ ট্রাক পণ্য, যার মধ্যে ছিল বসুন্ধরা টিস্যু, মেলামাইন, কেমিক্যাল, মাছ ও ওয়ালটন পণ্য।

ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলপথে পাট, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক ও কাঠের আসবাবপত্রসহ কয়েকটি পণ্য রফতানি বন্ধ রয়েছে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের নিষেধাজ্ঞায় সুতাসহ কিছু পণ্যের আমদানিও সরকার পরিবর্তনের পর থেকে বন্ধ আছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। তবে ওই সময়ের পর দুই দেশের পারস্পরিক নিষেধাজ্ঞার কারণে আমদানি, রফতানি ও যাত্রী চলাচল অর্ধেকেরও নিচে নেমে এসেছে। এক বছর ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য বৈঠক বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এতে গত বছরে আগের বছরের তুলনায় দেড় লাখ টনের বেশি পণ্য আমদানি কমেছে এবং চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে প্রায় এক হাজার ১৩ কোটি টাকা ঘাটতি হয়েছে বলে তিনি জানান।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রতিদিন ভোর সাড়ে ৬টা থেকে বেনাপোল-পেট্রাপোল রুটে পাসপোর্টধারীদের যাতায়াত শুরু হয়। রোববার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ১,৫৮৭ জন যাতায়াত করেছেন। এর মধ্যে ভারত গেছেন ৮৩৮ জন—বাংলাদেশি ৫৯৯ জন, ভারতীয় ২৩৩ জন ও অন্যান্য দেশের ৬ জন। আর ভারত থেকে ফিরেছেন ৭৪৯ জন—বাংলাদেশি ৬০৯ জন, ভারতীয় ১২৮ জন ও অন্যান্য দেশের ১২ জন। ৫ আগস্টের পর ভিসা জটিলতার কারণে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বর্তমানে রেলপথে কেবল এসিআই মোটরসের ট্রাক্টর আমদানি হচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে অন্যান্য পণ্যের আমদানি বন্ধ রয়েছে এবং ভারতের নিষেধাজ্ঞার কারণে ঢাকা–বেনাপোল–কলকাতা রুটে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলও স্থগিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়