শিরোনাম
◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের ◈ সংসদ নির্বাচ‌নের পর বিএনপি ও জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে? ◈ কড়া নিরাপত্তায় শুরু প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের ওরস, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের মুসল্লি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ওরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আখেরি মোনাজাতে দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এর আগে মঙ্গলবার (০৬ জানুয়ারি) বাদ জোহর থেকে ওরস উপলক্ষে কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার এবং শরীয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব ধর্মীয় আয়োজনে ভক্ত ও আশেকানরা অংশগ্রহণ করেন।

আখেরি মোনাজাত পরিচালনা করেন চন্দ্রপাড়া পাক দরবার শরীফের গদীনশীন পীর, মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেদি আল ওয়াইসি। মোনাজাতে দেশ-বিদেশের লাখো ভক্ত আশেকান অংশ নেন।

ওরস উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা বিভিন্ন যানবাহনে করে দরবার শরীফে উপস্থিত হন। এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসে ওরসের মেলা। মেলায় খাদ্যসামগ্রী, খেলনা, পোশাকসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

উল্লেখ্য, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহ.)-এর বেছালত দিবস উপলক্ষে প্রতি বছর এই ওরস অনুষ্ঠিত হয়ে আসছে।

তিনি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা এনায়েতপুরী (রহ.)-এর নিকট বায়াত গ্রহণ করেন এবং পরবর্তীতে খেলাফত প্রাপ্ত হন। এরপর ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরে চন্দ্রপাড়া গ্রামে দরবার শরীফ প্রতিষ্ঠা করে তরীকায়ে নকশবন্দিয়া মোজাদ্দেদীয়ার দাওয়াত ও প্রচারে আত্মনিয়োগ করেন। এই মহান সুফি সাধক ১৯৮৪ সালের ২৮ মার্চ নিজ দরবার শরীফে ইন্তেকাল করেন।

বর্তমানে তাঁর একমাত্র পুত্র শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদি আল ওয়াইসি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পরিচালনার দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়