শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আঁধারে দুঃসাহসিক চুরি

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আঁধারে জানালার লোহার রড ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা হাসপাতালের নিচতলার দুটি অফিস কক্ষের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিচতলার দুটি অফিস কক্ষের জানালার রড ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে একটি অফিসের চারটি এবং পাশের আরেকটি অফিসের পাঁচটি আলমারি ভেঙে ভেতরে থাকা প্রয়োজনীয় নথিপত্র এলোমেলো করে ফেলে রেখে যায়।

প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো সোমবার (২৯ ডিসেম্বর) অফিস শেষে কক্ষ তালাবদ্ধ করে বাসায় যান। মঙ্গলবার সকালে অফিস খুলে জানালার রড ভাঙা অবস্থায় দেখতে পান। পরে আলমারি ভাঙা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। তিনি জানান, অফিসে কোনো নগদ টাকা ছিল না, তবে প্রয়োজনীয় সরকারি নথিপত্র চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নৈশ প্রহরী বিদ্যুৎ জানান, তিনি রাত ১টা পর্যন্ত জেগে দায়িত্ব পালন করেন। পরে প্রচণ্ড শীতের কারণে অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েন। অফিস কক্ষটি কিছুটা কর্নারের দিকে হওয়ায় চুরির বিষয়টি টের পাননি বলে দাবি করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান জানান, তিনি অফিসিয়াল কাজে জীবননগরের বাইরে অবস্থান করছেন। সকালে হাসপাতালের কর্মকর্তাদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়