শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

লিয়াকত আলী লাভলু, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ টি মনোনয়ন পত্র জমা পড়েছে।  এদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল এর মনোনয়ন পত্রটি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জালাল উদ্দিন গ্রহন করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা উপস্থিত ছিলেন।

জানা যায়, ফরিদপুর-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল সোমবার সকালে ভাংগা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মূল মনোনয়ন পত্র দাখিল করেন। পরে একই দিন বিকেলে চরভদ্রাসন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্রের ছায়া কপি দাখিল করেন। এ মনোনয়ন পত্র দাখিলের সময় উক্ত প্রার্থীর সাথে ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোদ্দারেস আলী ঈসা, বিএনপি নেতা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, খন্দকার ইকবাল হোসেন সেলিম ও ওয়াহিদুজ্জামান মোল্যা আহবায়ক সম্মেলন প্রস্তুত কমিটি চরভদ্রাসন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার,উপজেলা বি এন পি নেতা এ.জি.এম বাদল আমিন, মঞ্জুরুল হক মৃধা  , কে.এম ওবায়দুল বারী দীপু, আব্দুল কুদ্দুস বাদশা সদস্য সচিব সম্মেলন প্রস্তুত কমিটি , আব্দুল কুদ্দুস, আরমান সরদার,আমিনুল হক বাচ্চু,মোস্তফা কবির, গোলাম মোস্তফা,জুলহাস হোসেন জুলু, সেন্টু মাষ্টার,সদস্য সম্মেলন প্রস্তুত কমিটি। ইউনুস দেওয়ান সাবেক ভিপি, মোজাফ্ফর হোসেন জাফর সভাপতি যুবদল, আবদুল ওহাব মোল্যা সাধারণ সম্পাদক যুবদল,আসলাম সেখ (সভাপতি শ্রমিক দল), কালাম মোল্যা প্রমূখ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন স্থপতি মুজাহিদ বেগ। সহ আরো ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জেলা রিটানিক কর্মকর্তার নিকট দাখিল করেন। এদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন মাওলানা সরোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মুফতি রায়হান জামিল, মোহাম্মদ ইসাহাক চোকদার  ইসলামী আন্দলন বাংলাদেশ, আতাউর রহমান, আবদুল কাদের মিয়া স্বতন্ত্র, মোহাম্মদ মুজিবর হোসাইন স্বতন্ত্র, মোহাম্মদ তাসলিম মাতুব্বর গন অধিকার পরিষদ 

৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়