ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া নারী বানু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, চলতি মাসের ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত বানুর বাড়িতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বানুর শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডে দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত জানালা ভেঙে গুরুতর দগ্ধ অবস্থায় বানুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটি সর্বস্ব হারিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।