শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আতিকুল ইসলাম (৪৯)।

তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ ইমাম হোসেনের পুত্র।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীন হাতিপাগার বিওপির সদস্য মোহাম্মদ আতিকুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টহল চলাকালে নাকুগাঁও স্থলবন্দর এলাকার প্রায় ৫০০ মিটার পশ্চিমে পৌঁছলে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর ইসিজি পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, বিজিবি ও
চিকিৎসকদের প্রাথমিক মতামত এবং সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে নিহতের মরদেহ বিজিবি কর্তৃপক্ষ ময়মনসিংহ সেক্টরে নিয়ে গেছে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়