চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রাজনৈতিক মামলায় সন্ত্রাস দমন আইনে শওকত আলী (৪৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শওকত আলী সরকারি চরভদ্রাসন কলেজ ছাত্রলীগের সমর্থিত সাবেক ভিপি ছিলেন। তিনি গঞ্জর আলীর ছেলে। তার বাড়ি চরভদ্রাসন উপজেলার বালিয়া ডাঙ্গী হিন্দু এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, শওকত আলীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে চরভদ্রাসন থানায় নিয়ে আসা হয়।
চরভদ্রাসন থানা সূত্র আরও জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত শওকত আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।