মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোঃ আক্কাছ মিয়া (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫ ইং) সকালে ধলাই নদীর তীরে একটি গাছের সঙ্গে চাদরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আক্কাছ উপজেলার রামপাশা গ্রামের আবাছ মিয়ার বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে বের হয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেল দেখতে পান। এরপর আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ চোখে পড়ে। মৃতদেহের দুই পা তখন মাটিতে স্পর্শ অবস্থায় ছিল, যা এলাকাবাসীর মধ্যে মৃত্যু ঘিরে রহস্য ও নানা প্রশ্ন তৈরি করেছে।
জানা গেছে, পেশায় রঙমিস্ত্রি আক্কাছ মিয়া রবিবার রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে তার বড় চাচা নওশাদ মিয়া সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে তাকে শেষবার দেখতে পান। এরপর রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা চালান; তবে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে সকালে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী শওকত আহমদ জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে কমলগঞ্জ থানা পুলিশ জানায়, ৯৯৯–এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশের সুরতহাল করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ফলাফলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।