হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ১'শ ৮০ পিচ ইয়াবাসহ আবু সাঈদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবু সাঈদ জেলার ভাঙ্গা উপজেলার আলগী গ্রামের কামাল মাতুব্বরের ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।