সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। সোমবার ভোর রাতে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এসময় গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পুকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ আজিজুল হক (৩২) ও একই উপজেলার একবরপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে মোঃ বিশু আলী (২৮)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার সময় র্যাব-১২ এর উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ ফারহান-উজ-জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র্যাব-১২ এর সদস্যরা সোমবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের উপরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদব ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৫টি মোবাইল ও নগদ একহাজার একশত বিশ টাকা জব্দ করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।