ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে।
এছাড়া ভারতের কলকাতা ও সংলগ্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার বাংলাদেশের ঘোড়াশালের কাছে ৫.২ মাত্রার ভূমিকম্পের পর কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে।
কলকাতা ও সংলগ্ন এলাকার বাসিন্দারা মৃদু কম্পন অনুভব করেছেন এবং ভূমিকম্পের সময় পাখা ও দেয়ালের ঝুলন্ত অংশ সামান্য নড়তে দেখেছেন।
ভূমিকম্পে ভীত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।
তিনি আরও বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়।
রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে।
পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।