ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুজ্জামান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। আহত নুরুজ্জামান কালীগঞ্জের ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দুজনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও নুরুজ্জামান। পথে পাতিবিলা বটতলা এলাকায় সড়কের ওপর রাখা বালির স্তূপে মোটরসাইকেলটি উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা মারা যান এবং গুরুতর আহত হন মোটরসাইকেল চালক নুরুজ্জামান।
স্থানীয়রা দ্রুত আহত নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে যশোরে রেফার্ড করা হয়।