শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দীপক কুমার বিশ্বাস (৫৪)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বলে জানা গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তার দীপক কুমার বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, দীপক মাগুরা সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। মামলাটি দায়ের হয় ২০২৪ সালের ১০ আগস্ট।

বিশেষ তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই মামলার এজাহারভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। এ খবরে ইমিগ্রেশনে নজরদারি জোরদার করা হয়।

সন্ধ্যার দিকে দীপক তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য পাসপোর্টে এক্সিট সিল দেওয়ার আবেদন করেন। ওই সময় তাঁর নাম পুলিশের ব্ল্যাকলিস্টে পাওয়া গেলে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে আটক করেন।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে দীপক স্বীকার করেন যে, তিনি বিস্ফোরক মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) জানান, “গ্রেপ্তারকৃত দীপক কুমার বিশ্বাসকে রাতে সংশ্লিষ্ট থানার মামলা কর্তৃপক্ষ মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়