শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ

রাজশাহীতে মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের সময় এক ছাত্রদল নেতা দগ্ধ হয়েছেন। সোমবার বিকালে নগরীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রদল নেতার নাম শহিদুল ইসলাম। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শহিদুল ইসলামকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টায়ারে আগুন জ্বালানোর সময় আচমকা আগুন শহিদুলের শরীরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে দগ্ধ হয়ে তিনি চিৎকার করতে থাকেন এবং দৌড়াতে থাকেন। পরে সহকর্মীরা এগিয়ে এসে তার গায়ের জামা খুলে আগুন নেভান।

জানা গেছে, শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভে অংশ নেয় তার অনুসারীরা।

এ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন।

বিক্ষোভে অংশ নেওয়া যুবদল কর্মী সাইদুর রহমান বলেন, নাসির হোসেন অস্থির দীর্ঘদিন ধরে আসনটিতে দলের জন্য কাজ করছেন। অতীতের সব আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। তাই যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অন্যকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, “আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দেওয়ায় আমার সমর্থকরা বিক্ষোভ করেছে। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়