মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১০ নভে:) সকালে ভাড়ারিয়া ইউনিয়নে পরিচালিত এ অভিযানে তিনটি ইটভাটাকে ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং আরও চারটি ইটভাটাকে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম। দণ্ডিত ইটভাটাগুলো হলো—এইচএমবি ব্রিকস, এনএএম ব্রিকস ও ফোর স্টার ব্রিকস (যাদের ভাটা ভেঙে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে) এবং বিবিসি ব্রিকস, ডিবিসি ব্রিকস, নুর ব্রিকস ও স্টাইল ব্রিকস, যাদের ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম বলেন, “অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর কোনো পরিবেশ ছাড়পত্র বা জেলা প্রশাসনের অনুমোদন ছিল না। এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায় এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।