জামাল হোসেন খোকন, (জীবননগর) চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর পিয়ারাতলা ফল বাজারে চুরি করা ড্রাগনফল বিক্রি করতে এসে সোমবার সকালে পৌরসভার নতুন তেঁতুলিয়া গ্রামের চোর রাজা ব্যবসায়ীদের হাতে আটক হয়েছেন।
মামা ভাগ্নে ফল আড়তের ম্যানেজার সম্রাট বলেন, রাজা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ফল চুরি করে এনে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিলেন। সম্প্রতি এলাকার চাষীরা ব্যবসায়ীদের কাছে চুরির বিষয়ে জানিয়ে গেলে বাজারের ব্যবসায়ীরা নজরদারি বাড়ান। সোমবার সকালে রাজা ড্রাগনসহ বাজারে প্রবেশ করলে সন্দেহজনক আচরণের কারণে তাকে আমরা আটক করি।
পরে বাজার কমিটিকে জানালে তারা চোর রাজাকে তাদের হেফাজতে নেয়।
স্থানীয় চাষীরা বলেন, “বাগানে বারবার ফল চুরির ঘটনায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। আজ হাতে-নাতে ধরতে পেরে আমরা স্বস্তি পেয়েছি।”
বাজার কমিটির সভাপতি সরোয়ার হোসেন জানান, চোর রাজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের সদস্য হওয়ার কথা স্বীকার করেছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করতে আজ বিকালে তাকে নিয়ে বাজারের ব্যবসায়ীরা সালিশ বৈঠক বসবেন। বিষয়টি আমরা স্থাদীয় ভাবে তথ্য উদ্ধার করতে না পারলে জীবননগর থানা পুলিশের হাতে তুলে দিবো।