শিরোনাম
◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতকানিয়ায় পারিবারিক কলহের জের, ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রবিবার (৯ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ হোসেন (৫২) উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনার ৫ ঘন্টা পর বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী বাজার এলাকা থেকে ঘাতক রিয়াদকে আটক করে সাতকানিয়া থানার একটি টিম। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘাতক রিয়াদকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার বলেন,“ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মাঠে নামে। থানার কর্মকর্তা এসআই মোহাম্মদ জহির আমিন, এসআই মাহবুল করিম ও এসআই ইদ্রিসসহ থানার চৌকস টিম রিয়াদকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের ছেলে রিয়াদ হোসেন এক বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন। পারিবারিক বাধা থাকায় স্ত্রীকে নিয়ে বাবার ঘরে ঢুকতে পারেননি তিনি। তবে, স্ত্রীকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন রিয়াদ। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে শুরু করেন জীবিকা নির্বাহ। ঘরে ঢুকতে দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

রবিবার সন্ধ্যার দিকে এ বিষয়ে পাড়ার লোকজন নিয়ে বাড়ির উঠানে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলেকে টর্চলাইট দিয়ে আঘাত করেন বাবা। বৈঠকে বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। পরে আহমেদ হোসেন বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি ব্রিজের ওপর অন্ধকারে গিয়ে বসে থাকে। সেখানে গিয়ে বাবাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় রিয়াদ। পরে আহমেদ হোসেনের চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ বলেন, ‘গলার ডান পাশে ধারালো কোনো কিছুর আঘাতে আহমেদ হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’ 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘অভিযুক্ত রিয়াদ হোসেন বিয়ে করার পর পারিবারিক কলহ শুরু হয়। পরে এসব বিষয় নিয়ে তার বাবার সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে তার বাবার গলায় ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়